Frequenly Asked Questions (FAQS) : সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী
প্রশ্ন-১: হিকমাসফট লিমিটেড কী?
উত্তর: হিকমাসফট লিমিটেড একটি সফটওয়ার প্রস্ততকারী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান চিকিৎসা, শিক্ষাব্যবস্থাপনা, ব্যবসাসংক্রান্ত, ধর্মীয় এবং অন্যান্য ডাটাবেজভিত্তিক সফটওয়ার তৈরী করে যাচ্ছে।
প্রশ্ন-২: হিকমাসফট লিমিটেড কী কোন প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী সফটওয়ার তৈরী করে?
উত্তর: হ্যাঁ, হিকমাসফট লিমিটেড কোন প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী সফটওয়ার তৈরী করে।
প্রশ্ন-৩: হিকমাসফট লিমিটেড কোন ভাষায় সফটওয়ার তৈরী করে?
উত্তর: হিকমাসফট লিমিটেড প্রধানত বাংলা ভাষায় সফটওয়ার তৈরী করে।
প্রশ্ন-৪: ইনস্টলের পর আমার হোমিও বাংলা সফটওয়ারে বাংলা পড়া যাচ্ছে না কেন?
উত্তর: আপনার কম্পিউটারে SutonnyMj নামক বাংলা ফন্ট ইনস্টল হয়নি বলে। হোমিও বাংলা সফটওয়ার ইনস্টলের পর কম্পিউটার রিস্ট্যার্ট করুন। এর পরও বাংলা পড়া না গেলে SutonnyMj Font টি windows এর Font ফোল্ডারে পেষ্ট করুন।
প্রশ্ন-৫: হোমিও বাংলা সফটওয়ারে বাংলা টাইপ করা যাচ্ছে না কেন?
উত্তর: আপনার কম্পিউটারে বিজয় বায়ান্নো ফন্ট সফটওয়ার ইনস্টল করা নেই বলে।
প্রশ্ন-৬: যে কোন ব্যক্তিই কী হোমিও বাংলা সফটওয়ার ব্যবহার করতে পারবে ?
উত্তর: সফটওয়ারের সকল কমান্ড যেহেতু বাংলায় লেখা, তাই যে কোন ব্যক্তিই শিক্ষার উদ্দেশ্যে সফটওয়ারটি ব্যবহার করতে পারবেন। কিন্তু নিজের জন্য বা কোন রোগীর জন্য ঔষধ প্রয়োগের ক্ষেত্রে অবশ্যই হোমিওপ্যাথির নিয়মকানুন ভালভাবে জানতে হবে।
প্রশ্ন-৭: হোমিও বাংলা সফটওয়ারে কোন কোন রেপার্টরী ব্যবহার করা হয়েছে?
উত্তর: হোমিও বাংলা সফটওয়ারে ডাঃ কেন্ট, ডাঃ বোরিক ও ডাঃ সুসলারের বায়োকেমিক রেপার্টরী ব্যবহার করা হয়েছে।
প্রশ্ন-৮: হোমিও বাংলা সফটওয়ার ইনস্টলের পর আমার কম্পিউটারে নতুনভাবে উইন্ডোজ সেটাপ দিলে কি সফটওয়ার কাজ করবে?
উত্তর: হ্যা, কাজ করবে। বর্তমান স্পেশাল ভার্সানে উইন্ডোজ যতবার সেটাপ দেয়া হোক না কেন তাতে পাসওয়ার্ড এর কোন পরিবর্তন হবে না। কেবল সম্পূর্ণ হার্ডডিস্ক একবারে ফরমেট না করলেই হল।
প্রশ্ন-৯: কুরানিক বাংলা সফটওয়ার কয়টি কম্পিউারে ব্যবহার করা যাবে?
উত্তর: কুরানিক বাংলা সফটওয়ার যে কোন সংখ্যক কম্পিউারে ব্যবহার করা যাবে। এর কোন পাসওয়ার্ড নেই। এটি ফ্রি।
প্রশ্ন-১০: Classical Homeo Software এ কতটি ঔষধ ও লক্ষণ ব্যবহার করা হয়েছে?
উত্তর: Classical Homeo Software এ ডাঃ কেন্ট, ডাঃ বোরিক ও ডাঃ সুসলারের রেপার্টরীর যতগুলি লক্ষণ ও ঔষধ আছে সকল লক্ষণ ও ঔষধ ব্যবহার করা হয়েছে। তবে এটি সম্পূর্ণ ইংরেজী ভাষায়।
প্রশ্ন-১১: কুরানিক বাংলা সফটওয়ারে কুরআনের তেলায়াত শোনা যাচ্ছে না কেন?
উত্তর: এই ওয়েবসাইট থেকে কুরানিক বাংলা সফটওয়ারের যে কপিটি ডাউনলোড করেছেন, তাতে কোন অডিও ফাইল নেই। তাই কোন তেলায়াত শোনা যাচ্ছে না। প্রতিটি পৃথক আয়াতের তেলায়াত শুনতে হলে +৮৮ ০১৭১৭০০৫১৪০ নাম্বারে যোগাযোগ করে তেলায়াতের সিডি সংগ্রহ করুন।
প্রশ্ন-১২: বিভাগ ব্যবস্থাপনা সফটওয়ারটি বিভাগের কী কাজে লাগবে?
উত্তর: এই সফটওয়ারটি বাংলাদেশের অনার্স কলেজের বিভাগ ব্যবস্থাপনার জন্য তৈরী। বর্তমান সময়ে অনার্স কলেজসমূহে কাজের পরিধি বৃদ্ধি পাওয়ায় কলেজের বিভাগ ব্যবস্থাপনা ক্রমেই জটিল হয়ে উঠছে। এই জটিল কাজকে সহজ করার জন্য তৈরী করা হয়েছে বিভাগ ব্যবস্থাপনা সফটওয়ার। এই সফটওয়ারের মাধ্যমে সহজেই বিভাগের সকল শিক্ষকের প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করা যাবে, উচ্চ মাধ্যমিক, স্নাতক (পাস), স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর শ্রেণীর সকল বর্ষ এর ছাত্র-ছাত্রীর ভতি সংক্রান্ত তথ্য, বিভিন্ন পরীক্ষায় অংশ গ্রহণ ও পাস-ফেলের তথ্য, বিভিন্ন পরীক্ষার ফি আদায়ের তথ্য, বিভিন্ন পরীক্ষায় প্রাপ্ত নম্বরের তথ্য, সকল বর্ষ এর বিভিন্ন সালের প্রশ্নপত্র ও সাজেশান সংরক্ষণ করা যাবে ও যে কোন তথ্য যে কোন সময় দেখা যাবে।