সম্পূর্ণ বাংলা ভাষায় লেখা এই সফটওয়ারটি হোমিওপ্যাথির ছাত্র ও চিকিত্সকদের জন্য অত্যন্ত মূল্যবান। যতদূর জানা যায়, বাংলা ভাষায় এমন সমৃদ্ধ সফটওয়ার ইতিপূর্বে তৈরী হয়নি। সফটওয়ারটি মূলত হোমিওপ্যাথির প্রতি প্রবল আকর্ষণ এবং ১৭ বছরের নিরলস গবেষণার ফসল। এই সফটওয়ারটি তৈরীর পূর্বে বিদেশী অনেক হোমিও সফটওয়ারের গঠণবৈশিষ্ট্য অনুসরণ করতে হয়েছে। সেসব সফটওয়ারের বিভিন্ন অতি প্রয়োজনীয় ফিচারের সাথে নিজস্ব দৃষ্টিভঙ্গি সমন্বয় করে এই হোমিওপ্যাথিক বাংলা সফটওয়ারটি তৈরী। হোমিওপ্যাথিক বাংলা সফটওয়ারটির বৈশিষ্ট্য/ Characteristics of Homeo bangla software: ১. সবকিছুই বাংলায় এই সফটওয়ারটি সম্পূর্ণ বাংলা ভাষায় লেখা। কোন জটিলতা ছাড়াই ইংরেজী না জানলেও এই সফটওয়ারটি অনায়াসে ব্যবহার করা যাবে। এর সকল কমান্ড বাংলায় লেখা। বাংলায় রোগের নাম বা লক্ষণ টাইপ করে সঙ্গে সঙ্গে যে কোন রেপার্টরী থেকে তার ঔষধ খুজে বের করা যাবে। ২. বাংলা ও ইংরেজী ভাষায় তিনটি রেপার্টরী এই সফটওয়ারটির ডাটাবেজ হিসেবে ডাঃ বোরিকের রেপার্টরী, ডাঃ সুসলারের বায়োকেমিক রেপার্টরী ও ডাঃ কেন্টের বিখ্যাত রেপার্টরীর সর্বশেষ সংস্করণ ব্যবহার করা হয়েছে। এছাড়া ক্লিনিকাল ফিচার সংযুক্ত করা হয়েছ। রেপার্টরীগুলো ইংরেজী ও বাংলা দুই ভাষায়ই ব্যবহার করা যাবে। ৩. তিনটি রেপার্টরীর সকল গ্রেডের সকল লক্ষণ ও ঔষধ এই সফটওয়ারটিতে কেন্টের রেপার্টরীর সকল গ্রেডের সকল লক্ষণ (69,418 টি) ও সকল ঔষধ রাখা হয়েছে এবং ডাঃ বোরিক ও ডাঃ সুসলারের রেপার্টরীর সকল গ্রেডের সকল ঔষধ রাখা হয়েছে। প্রতিটি লক্ষণের বাম পাশে তার গ্রেড এবং শেষে লেখা আছে লক্ষনটি কতটি ঔষধের মধ্যে আছে। এ থেকে সহজেই লক্ষণটির গুরুত্ব সম্পর্কে ধারণা করা যাবে। এই সফটওয়ারটিতে অদ্ভুত বা বিরল লক্ষণ (যে লক্ষণগুলি মাত্র ২/১ টি ঔষধে আছে তা) এবং সাধারণ লক্ষণ (যা প্রায় সকল ঔষধে আছে তা) দেখার অপূর্ব সুযোগ আছে। ৪. অর্গানন অব মেডিসিন এই সফটওয়ারটিতে অর্গানন অব মেডিসিনের সকল অনুচ্ছেদ এবং হোমিও চিকিত্সার নানা নিয়মকানুন প্রবন্ধাকারে বাংলা ভাষায় লিখিত হয়েছে। এই পেজে অর্গাননের যে কোন সূত্র নং বা কোন শব্দ টাইপ করলে সংশ্লিষ্ট সম্পূর্ণ সূত্রটি দেখা যাবে। ৫. ঔষধের চরিত্রগত লক্ষণসহ ডাটাবেজ এতে ডি.এইচ.এম.এস কোর্সের ৪ বছরের সকল ঔষধের ডাটাবেজ করা আছে। সার্চ বক্সে কোন লক্ষণ লেখার সাথে সাথে ঐ লক্ষণযুক্ত সকল ঔষধ চলে আসবে। আবার তা থেকে যে কোন ঔষধে ক্লিক করলে সেই ঔষধের চরিত্রগত ও আনুষঙ্গিক লক্ষণগুলি দেখা যাবে এবং ঔষধটি কোন কোন রোগে সচরাচর ব্যবহৃত হয় তা লক্ষণসহ দেখা যাবে। এতে ডি.এইচ.এম.এস কোর্সের ৪ বছরের যে কোন ঔষধের সকল গুরুত্বপূর্ণ লক্ষণ, ক্রিয়াস্থল , অনুপূরক, সম্পূরক, ক্রিয়ানাশক, ক্রিয়াকাল, শক্তি প্রভৃতি এক নজরে দেখার সুযোগ আছে। ৬. ইন্টারনেট কালেকশন এই সফটওয়ারটিতে ইন্টারনেট থেকে সংগৃহিত হোমিও চিকিত্সাবিষয়ক অনেক গুরুত্বপূর্ণ বিষয় (বিভিন্ন রোগের চিকিত্সা কৌশল, ইংরেজী মেটেরিয়া মেডিকা, রেপার্টরী, হোমিও নিয়মনীতি, অনলাইন চিকিত্সা প্রভৃতি) দেখার সুযোগ আছে। ৭. এনাটমি এন্ড ফিজিওলজি এই সফটওয়ারটিতে মানব দেহের সকল অঙ্গের অভ্যন্তরীণ ছবি দেখার সুযোগ রয়েছে। প্রতিটি অঙ্গের নামে ক্লিক করে সেই অঙ্গের একাধিক রঙিন ছবি দেখা যাবে। ৮. মাদার টিংচার এই সফটওয়ারটিতে অতি...